Jeet: ছবির শ্যুটিঙে রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক, টলিউডে নয়া নজির জিতের…
Jeet, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল গতিতে ছুটছে বাইক, প্রয়োজনে উড়ছে আকাশেও, এই দৃশ্যের কথা ভাবলেই এক নিমেষে যেকোনও সিনেপ্রেমীর মাথায় আসে একটি সিনেমার নাম, তা হল বলিউডের ধুম(Dhoom) ফ্র্যাঞ্চাইজি। ধুমের সেই বাইক ঝড় এবার টলিউডে। বরাবরই নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী টলিউডের সুপারস্টার জিৎ। কল্পবিজ্ঞানের গল্প নিয়ে তাঁর আগামী ছবি ‘বুমেরাং’(Boomerang)। ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে(Rukmini Maitra)। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। সেই ছবির…