ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর
ISL-এ টানা ৩ ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে ইস্টবেঙ্গল। শনিবার সেই লক্ষ্যে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে তারা। অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট পাওয়াই টার্গেট লাল-হলুদ শিবিরের। সেই সুরই শোনা গেল ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের অন্তর্বতী কোচ বিনো জর্জ এবং ফুটবলার ক্লেটন সিলভার গলায়। তবে লড়াই যে কঠিন হবে তা স্বীকার করেছেন ক্লেটন। জামশেদপুর এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও একটি ম্যাচও জিততে পারেনি। তবে যতই নিজেদের ঘরের মাঠে…