প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ রাসেল-রিঙ্কু, নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ? কী বলছেন বোলিং কোচ ভরত অরুণ?
গুয়াহাটি: গত বারের চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তাও আবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষে আবার বিরাট কোহলি। শনিবাসরীয় ইডেনে স্বাভাবিকভাবেই তাই কেকেআর বনাম আরসিবি ম্যাচের দিকে সকলের নজর ছিল। তবে শুরুটা ভাল করেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ব্যাটিং। দলের মিডল অর্ডারের ব্যর্থতাই পরাজয়ের অন্যতম প্রধান কারণ হয়ে উঠে। রিঙ্কু (Rinku Singh) ও রাসেল (Andre Russell), দলের মিডল অর্ডারের দুই স্তম্ভই ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হন। রাসেল, রিঙ্কুর ব্যর্থতার পর কেকেআর একসময় যেখানে…