স্পট বয়কে কেক খাওয়ালেন রণবীর,ভিডিয়ো দেখে সঞ্জু বাবার কথা কেন বললেন নেটিজেনরা?
বলিউডে কখনও রাজনীতিবিদ, কখনও আবার ক্রীড়া ব্যক্তিত্বের বায়োপিক তৈরি হতে দেখা যায়। যে ব্যক্তির বায়োপিক তৈরি করা হয়, সেই ব্যক্তির খুঁটিনাটি সমস্ত চরিত্র তুলে ধরার চেষ্টা করেন নায়ক বা নায়িকারা। কিন্তু ‘সঞ্জু’ হলো এমন একটি বায়োপিক, যে সিনেমা দেখতে দেখতে মানুষ একসময় ভুলেই গিয়েছিলেন তাঁরা পর্দায় সঞ্জয় দত্তকে দেখছেন নাকি রণবীর কাপুরকে। ‘সঞ্জু’ সিনেমায় রণবীরের কথাবার্তা, চালচলন এমনকি শারীরিক গঠন হুবহু মিলে গিয়েছিল সঞ্জয় দত্তের সঙ্গে। ‘সঞ্জু’ সিনেমার পর থেকেই রণবীরকে সঞ্জয় দত্তের সঙ্গে তুলনা করেন অনেকেই। এবার আরও…