হিমালয়ে দেখা মিলল নতুন সাপের প্রজাতি, নাম রাখা হল লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে!
হিমালয়ে দেখা মিলল এক নতুন ধরনের সাপের প্রজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফিট উঁচুতে খোঁজ মিলেছে এই সাপের। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। কিন্তু কেন? কী ঘটেছে? পশ্চিম হিমালয়ে একদল গবেষক একটি নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন। তাঁরা সেই সাপের নাম জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে রেখেছেন। কারণ তিনি বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ভীষণ ভাবে কাজ করেছেন। এই গবেষক দলে ভারত, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সদস্যরা ছিলেন। ২০২০…