ISL-এর প্লে-অফে হয়তো খেলবেন সাহাল,পরের মরশুমে দলগঠনও শুরু বাগানের,নজরে ৩ ফুটবলার
পরপর দু’বছর লিগশিল্ড জিতে মোহনবাগান নতুন রেকর্ড করে ফেলেছে। এখন তাদের লক্ষ্য, আইএসএল ট্রফি জয়। গত মরশুমে শিল্ড পেলেও, ফাইনালে বেরে ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার আর সেই ভুল করতে চায় না সবুজ-মেরুন ব্রিগেড। আগামী মঙ্গলবার থেকে প্লে-অফের প্রস্তুতি শুরু করবেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। তিনি আশা করে রয়েছেন, সাহাল আব্দুল সামাদকে পাবেন প্লে-অফের ম্যাচে। চোট সারিয়ে তিনি ততদিনে পুরো ফিট হয়ে উঠবেন। সাহাল শেষ বার খেলেছিলেন ৫ ফেব্রুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে চোট পাওয়ায় ৩৯ মিনিটের মাথায় তাঁকে…



