পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা, এবার ইয়েমেনে হামলা চালাল আমেরিকা, মুহুর্মুহু বোমাবর্ষণ
সানা: একদিকে রাশিয়া-ইউক্রেন, অন্য দিকে, ইজরায়েল-প্যালেস্তাইন। যুদ্ধ থামার অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব। আর সেই আবহেই ইয়েমেনে হামলা চালাল আমেরিকা। দেশের সশস্ত্র বিদ্রোহী সংগঠন Houthis-এর শিবির লক্ষ্য করে পর পর বোমাবর্ষণ করল। তাতে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর এসেছে। ইজরায়েল বনাম প্যালেস্তাইন যুদ্ধে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছিল Houthis. ইজরায়েলকে লক্ষ্য করে হামলাও চালায় তারা। সেই Houthis-এর উপরই হামলা চালাল আমেরিকা। (US Bombs Yemen) জানুয়ারি মাসে আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এই প্রথম ইয়েমেনে হামলা চালাল আমেরিকা। ব্রিটেনেও এব্যাপারে…