Akash Deep: 'একবছরেই বাবা-ভাইকে হারিয়েছি, আমার আর…'! আবেগি আকাশ কৃতজ্ঞ এই বাংলার কাছে
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি যে অভিষেক করতে চলেছিলেন, সেকথা একপ্রকার আকাশে-বাতাসে ভাসছিলই। কিন্তু যতক্ষণ না হাতে টেস্ট ক্য়াপ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সবটাই সম্ভাবনা। শুক্রবার অর্থাৎ আজ রাঁচির জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে, ভারত-ইংল্য়ান্ড চতুর্থ টেস্ট শুরুর আগেই চলে এল সেই প্রত্যাশিত মুহুর্ত। ঘরোয়া ক্রিকেট মাতানো আকাশ দীপকে (Akash Deep) নিয়েই হল রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম একাদশ। ভারতীয় দলের হেডস্য়র ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় তুলে দিলেন আকাশের হাতে ডেবিউ টেস্ট ক্য়াপ। ২৭ বছরের বিহারি বোলিং অলরাউন্ডার এমএস ধোনির ঘরের…