জাতীয় পুরস্কারের খবরে তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, আর মা নেচেই চলেছেন: কৃতি
সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। জীবনে প্রথমবার এতবড় সম্মান পেয়ে আপ্লুত কৃতি এবং তাঁর পরিবার। এখনও যেন পুরো বিষয়টি বিশ্বাসই হচ্ছে না কৃতির। জাতীয় মঞ্চে সেরা অভিনেত্রী হিসাবে নিজের নাম ঘোষণা হওয়ার পর ঠিক কী অনুভূতি হয়েছিল কৃতির, কী করেছিলেন তিনি? আবেগতাড়িত কৃতি শ্যানন বলেন, ‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। আমি মাকে ডাকতে শুরু করি, শুনে সঙ্গে আমার বোন নূপুরও এসে হাজির হল। এটি একটা আবেগময় মুহূর্ত ছিল যা আমি…