জাতীয় পুরস্কার পেয়ে খুশি, কিন্তু উদযাপন করার মতো মানসিক অবস্থায় নেই: কৌশিক গঙ্গোপাধ্যায়
কলকাতা: এই ছবি নিয়ে কম লড়াই করতে হয়নি তাঁকে। একে তো কোভিডকালে শ্যুটিং, ছবির মুক্তি পিছিয়ে যাওয়া, তার ওপরে রিলিজ়ের সময় বিগ বাজেট বলিউড ছবির টক্কর.. সব পেরিয়েও দর্শকদের প্রশংসা পেয়েছিল ‘কাবেরী অন্তর্ধান’। সেই ছবির মুকুটে এবার নতুন পালক জাতীয় পুরস্কার। ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Awards) -এ সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। এই প্রাপ্তি সবচেয়ে বেশি যাঁর, তিনি ছবির পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। এবিপি লাইভকে জাতীয় পুরস্কারের অনুভূতির কথা বলতে গিয়েও কৌশিকের গলায়…

