‘… আজও প্রত্যেক মুহূর্তে আমায় অনুপ্রাণিত করেন’, স্মৃতি হাতড়ে কার কথা বললেন প্রসেনজিৎ?
কলকাতা: তিনি ছুঁয়েছেন সাফল্যের শিখরকে.. তবুও তিনি মাটিতে পা রাখায় বিশ্বাসী। টলিউড থেকে তাঁর সফর গিয়েছে বলিউডে.. পেয়েছেন প্রশংসাও। তবুও যেন তিনি প্রত্যেক মুহূর্তে মিস করেন তাঁর প্রথম শিক্ষাগুরুকে, মাকে। গুরুপূর্ণিমার দিনে, সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন টলিউডে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। মায়ের গালে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, ‘আমার জীবনের প্রথম গুরু… যিনি…