‘গন্ধবিচার’ করতে ব্যস্ত শিবপ্রসাদ, শেষমেষ সাহায্য করতে এগিয়ে এলেন কাঞ্চন!
কলকাতা: এই ছবি একদিকে যেমন অফিস কালচারের গল্প বলে, তেমনই বলে এক মা ছেলের গল্প। স্নেহের গল্প। আর এবার, সেই ছবির কলাকুশলীদের নিয়ে এক অভিনব আয়োজন করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। ছোটবেলার সুকুমার রায়ের গল্পের বইতে পড়া ‘গন্ধবিচার’ কার না মনে আছে। আর এবার, সেই ‘গন্ধবিচার’ -ই পাঠ করে শোনালেন ‘আমার বস’ ছবির সমস্ত কলাকুশলীরা। কেমন হল সেই পারফর্মমেন্স? রাজার ভূমিকায় রইলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মন্ত্রীর ভূমিকায় রইলেন সৌরসেনী মৈত্র। সূত্রধরের ভূমিকায় ঐশ্বর্য্য সেন, বুড়োর ভূমিকায় কাঞ্চন মল্লিক ও অন্যান্য…