অনুব্রতের মেয়ের নামে আরও এক কোম্পানির হদিশ! মিলল আরও দলিল
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গরুপাচার মামলার (Cow Smuggling Case) তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার একটি কোম্পানিরও হদিশ পেল সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা, এমনটাই দাবি সিবিআই (CBI) সূত্রে। গরু পাচারের টাকা কার কার কাছে গেছে? তথ্য পেতে অনুব্রত মণ্ডলকে টানা জেরা করে CBI। অনুব্রত ঘনিষ্ঠ ও বীরভূমের একাধিক থানার অফিসারদের একটি তালিকা তৈরি করে চলছে তদন্ত। সূত্রের খবর, CBI-এর স্ক্যানারে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই…