টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যার ? স্কুলে না গিয়েই প্রতি মাসে বেতন !
কলকাতাঃ পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার (Anubrata Mandal’s Daughter) বিরুদ্ধে হাইকোর্টে মামলা (Calcutta High Court)। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। অভিযোগ, টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত মণ্ডলের বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে…