ধর্ষণ, খুনের হুমকির মুখে বড় সিদ্ধান্ত, মুম্বই ছেড়ে চলে যাচ্ছেন অপূর্বা মুখিজা?
মুম্বই: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং অভিনেত্রী অপূর্বা মুখিজা (Apoorva Mukhija), যিনি ‘রেবেল কিড’ নামে জনপ্রিয়, সম্প্রতি তিনি একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন, আর তার পর থেকেই তিনি ফের চর্চায়। এমন কি ছিল সেই ইনস্টাগ্রাম স্টোরিতে? সেই ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, তিনি আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তারপরেই শুরু হয়েছে গুঞ্জন। খুন ও ধর্ষণের হুমকির মুখে পড়ে কি বাড়ি ছাড়তে চলেছেন অপূর্বা? India’s Got Latent -এর যে এপিসোড ঘিরে বিতর্কের শুরু সেখানে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন সোশ্যাল…


