Jose Molina | Mohun Bagan | ISL 2024-25: ‘পেলের সঙ্গে মেসির তুলনা চলে’! কেন বললেন মোহনবাগান কোচ? শনিতেই তো হাতে লিগ শিল্ড
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমেনেজ (Jose Francisco Molina Jimenez), ৫৪ বছরের স্প্যানিয়ার্ডকে এখন ভারতীয় ফুটবল স্রেফ মোলিনা নামেই চেনে। ৬ ফুট ১ ইঞ্চির প্রাক্তন গোলকিপার, ১৯৯৫-৯৬ মরসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে। সেই বছরই তাঁর বিশ্বস্ত দস্তানা তাঁকে দিয়েছিল রিকার্ডো জামোরা ট্রফি। ২০০১-০২ মরসুমে ডেপোর্টিভোর হয়েও জিতেছেন কোপা দেল রে ও সুপার কোপা দে এস্পানা। ভ্যালেন্সিয়ার (বি) হয়ে সিনিয়র পর্যায়ে কেরিয়ার শুরু মোলিনার, খেলেছেন স্পেনের জাতীয় দলের জার্সিতেও। ফুটবলার হিসেবে যেমন…