Jose Molina | Mohun Bagan | ISL 2024-25: ‘পেলের সঙ্গে মেসির তুলনা চলে’! কেন বললেন মোহনবাগান কোচ? শনিতেই তো হাতে লিগ শিল্ড

Jose Molina | Mohun Bagan | ISL 2024-25: ‘পেলের সঙ্গে মেসির তুলনা চলে’! কেন বললেন মোহনবাগান কোচ? শনিতেই তো হাতে লিগ শিল্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোসে ফ্রান্সিসকো মোলিনা জিমেনেজ (Jose Francisco Molina Jimenez), ৫৪ বছরের স্প্যানিয়ার্ডকে এখন ভারতীয় ফুটবল স্রেফ মোলিনা নামেই চেনে। ৬ ফুট ১ ইঞ্চির প্রাক্তন গোলকিপার, ১৯৯৫-৯৬ মরসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে। সেই বছরই তাঁর বিশ্বস্ত দস্তানা তাঁকে দিয়েছিল রিকার্ডো জামোরা ট্রফি। ২০০১-০২ মরসুমে ডেপোর্টিভোর হয়েও জিতেছেন কোপা দেল রে ও সুপার কোপা দে এস্পানা।

ভ্যালেন্সিয়ার (বি) হয়ে সিনিয়র পর্যায়ে কেরিয়ার শুরু মোলিনার, খেলেছেন স্পেনের জাতীয় দলের জার্সিতেও। ফুটবলার হিসেবে যেমন সফল, তেমনই কোচ হিসেবেও কম সফল নন তিনি! ২০০৯ থেকে ২০২৫ (চলছে…) পর্যন্ত মোলিনার কোচিং কেরিয়ার। বায়োডেটায় রয়েছে ভিযারিয়াল সি, ভিয়ারিয়াল বি, ভিয়ারিয়াল, গেটাফে বি,  কিচি, অ্যাটলেটিকো দে কলকাতা ওরফে এটিকে (অধুনা বিলুপ্ত), অ্যাটলেটিকো সান লুইসকে কোচিং করানোর অভিজ্ঞতা। মোলিনার কোচিংয়ে কিচি জিতেছে হংকং প্রিমিয়র লিগ, হংকং এফএ কাপ ও হংকং লিগ কাপ।

২০১৬ সালে এটিকে-র আইএসএলজয়ী কোচকে গতবছর জুন মাসে মোহনবাগান গুরুদায়িত্ব তুলে দিয়েছিল। স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলানো মানুষটিই, আন্তোনিয়ো লোপেজ হাবাসের জুতোয় পা গলিয়ে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আর কোচ হিসেবে থাকতে চাননি হাবাস। তখন সবুজ-মেরুন কর্তাদের জহুরির চোখ যেন জহর চিনে নিয়েছিল। মোলিনা মোহনবাগানের থেকে লিগ শিল্ড কেড়ে নিতে দেননি আইএসএলের বাকি ১২ দলের কোনও দলকেই! মোহনবাগানকে জিতিয়েছেন লিগ শিল্ড।

পরপর দুই মরসুম লিগের শ্রেষ্ঠ দল হয়ে আইএসএলে ইতিহাস লিখেছে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। আগামিকাল, শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান, লিগের শেষ ম্যাচ খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। এদিনই মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে লিগ শিল্ড। প্লে-অফের আগে শেষ ম্যাচে নামার আগে, মোলিনা শুক্রবার বিকালে হাজির ছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনের মিডিয়া সেন্টারে। সাংবাদিক বৈঠকে একেবারে সেই হাসিখুশি মেজাজেই পাওয়া গেল তাঁকে। বরাবরই কম কথা বলেন তিনি। কাজেই বিশ্বাস রাখেন। এদিনও তার ব্যতিক্রম হল না।

আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে মোলিনার মোহনবাগান ৫০ পয়েন্ট অতিক্রম করেছে। প্রতিযোগিতার ইতিহাসে এক মরসুমে সর্বাধিক জয়ের ইতিহাসও মোহনবাগানের। পাশাপাশি এক মরসুমে সর্বাধিক ঘরের মাঠে জয়ও মোহনবাগানের, এছাড়াও রয়েছে এক মরসুমে সর্বাধিক সেট-পিস গোল, সর্বাধিক ক্লিন শিট ও গোল হজম না করার সর্বাধিক মিনিটও। রেকর্ড বলছে মোহনবাগানের এই মরসুমের দলই সেরা।

মোলিনার কাছে প্রশ্ন ছিল যে, আইএসএলে খেলা এটাই কি মোহনবাগানের সেরা দল? মোলিনার উত্তর, ‘সংখ্যাতত্ত্বের বিচারে হয়তো বলছেন আপনারা, তবে আমরা কিন্তু শ্রেষ্ঠ নই। আর মোহনবাগানের ইতিহাস আমার চেয়ে ভালো রতন (ক্লাবের মিডিয়া পরামর্শদাতা ও প্রাক্তন সাংবাদিক রতন চক্রবর্তীর দিকে ইশারা করে) বলতে পারবেন। আসলে কী বলুন তো, এই তুলনাই করা যায় না। ২-৩ বছরের নিরিখে করা গেলেও, ১০-১১ বছরের হিসেবে তো তুলনা করাই যায় না। দেখতে দেখতে আইএসএল ১১ বছরে পা দিয়ে ফেলল, প্লেয়ার থেকে শুরু করে পরিস্থিত এবং লিগও বদলে গিয়েছে এতগুলি বছরে। পেলের সঙ্গে মেসির তুলনা চলে!’

ওদিকে কিংবদন্তি সুনীল ছেত্রী ৮ মাসেই আন্তর্জাতিক অবসর ভেঙে ফের জাতীয় দলে কামব্যাক করেছেন। চলতি মাসে ফের দেশের জার্সিতে মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে খেলেবন তিনি। সুনীলের প্রত্যাবর্তন কি ভারতীয় ফুটবলের জন্য ভালো হতে চলেছে? এই প্রশ্নও ছিল মোলিনার কাছে। সবুজ-মেরুন কোচ বলেন, ‘দেখুন আমি ঠিক জানি না, কোচ এবং ফুটবলার যদি কামব্যাকের কথা ভেবে থাকে, তাহলে হয়তো ভালোই হবে। এর বেশি আমি আর কী বলতে পারি।’

প্লে-অফের আগে জাতীয় শিবিরে চলে যাবেন মোহনবাগানের ৭ জন ফুটবলার। গত মরসুমে দেশের জার্সিতে খেলে ক্লাব ফুটবলে ফিরে মোহনবাগানের ফুটবলারদের চোট-আঘাত লেগেছিল! সেই প্রসঙ্গে মোলিনা বলছেন, ‘যদি জাতীয় দলের কোচ মনে করে থাকেন যে, মোহনবাগানের ফুটবলাররাই শ্রেষ্ঠ, তাহলে তাদের সকলকেই জাতীয় দলে যোগ দিতে হবে। আমি চাইব যে আমার কোনও ফুটবলারই যেন চোট-আঘাত না পেয়ে প্লে-অফের আগে ফিরে আসে।’

মোহনবাগান সূত্রের খবর, গোয়া ম্যাচের ৬২ হাজার ১৪১ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্লাব মনে করছে ওড়িশা ম্যাচের চেয়েও এদিন বেশি মানুষ আসবেন মাঠে। মোহনবাগান যদি গোয়াকে হারাতে পারে তাহলে ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট হবে। এই মুহূর্তে মেরিনার্স ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে মগডালে। এই মরসুমে মোলিনার ব্রিগেড ১৬ ম্যাচ জিতেছে, ৫টি ড্র করেছে ও ২টি হেরেছে।

(Feed Source: zeenews.com)