দেরিতে স্কুলে যাওয়ার অভিযোগ, শিক্ষকদের কাজে ফাঁকি রুখতে অ্যাপ আনছে প্রশাসন
কখনও দেরি করে আসা, আবার কখনও স্কুলে না আসার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে প্রায়ই শোনা যায়। শিক্ষকদের কাজে ফাঁকি দেওয়ার অভিযোগে এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে পড়ুয়া অভিভাবকদের। আর এবার শিক্ষকদের কাজে ফাঁকি দেওয়া রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। শিক্ষকদের জন্য একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে। যার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি মেনেই হাজিরা দিতে হবে শিক্ষকদের। তাতে শিক্ষকদের ফাঁকিবাজ রোখা সম্ভব হবে বলে মনে করছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এই অ্যাপ আনতে চলেছে।…