চপ বেচে লাখপতি চুঁচুড়ার চাচু! ৫ থেকে ৫০ টাকায় পাবেন ১৬ রকম স্বাদ, অবাক ঘটনা
#হুগলি: হুগলির চুঁচুড়ার মিম ভবনের পাশেই রয়েছে ছোট্ট একখানা গুমটি দোকান। সন্ধে নামলেই দোকানের আলো জ্বলার আগে মৌমাছির মতো ভিড় হয়ে যায় খরিদ্দারদের। আর হবে নাই বা কেন মাছের চপ, মাংসের চপ, চিকেন বারমিশালি, আলুর চপ, মোচার চপ, ডিমের চপ, আরও একাধিক রকমের সুস্বাদু চপের সমাহার নিয়ে হাজির হয় চাচুর চপের দোকান। বংশ পরম্পরায় এই চপের দোকান চালিয়ে আসছেন দোকান মালিক। আজ থেকে প্রায় ১৫ বছর আগে বর্তমান দোকান চালকদের বাবা চালু করেছিলেন খাদিনা মোড়ের কাছেই দোকানটি। বাবার পরে…