Wasim Akram: একজনই বদলাবেন সব হিসেব! দলকে করে বিশ্বচ্যাম্পিয়ন, বিরাট ভবিষ্যদ্বাণী আক্রমের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ (ICC Men’s ODI World Cup 2023)। দুয়ারে বাইশ গজের বিশ্বযুদ্ধ। হাতে আর আট মাস। তারপরেই শুরু আইসিসি-র শোপিস ইভেন্ট। বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যু নিয়েও চলে এসেছে বিরাট আপডেট। এসবের মধ্যেই পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram) বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন। তিনি বলছেন একজন বোলারই সব হিসেব বদলে দেবেন। দলকে করবে বিশ্বচ্যাম্পিয়ন। ‘সুলতান অফ সুইং’ ফেভারিট হিসেবে বেছে নিয়েছে নিজের দেশকেই। আক্রম বলছেন জোরে বোলারদের ওপর ভর করেই বিশ্ব…