‘বাবা-মাকে বাড়ি কিনে দিয়ে মনে হয়েছিল কষ্ট সার্থক’, চোখে জল নিয়ে বললেন রচনা
কলকাতা: দর্শকের ভালবাসা জিতে হাজার পর্বে পা রাখল ‘দিদি নম্বর ওয়ান’। টিভির পর্দায় এক দীর্ঘ পথ পেরিয়ে এসে এখনও সমান জনপ্রিয় এই গেম শো। হাজার পর্বের সেলিব্রেশনে দিদি নম্বর ওয়ানের সেটে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন পর্দার একাধিক জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা? ছোটপর্দায় সাফল্যের সফরের স্মৃতি চারণে কী বললেন রচনা? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলছেন, ‘দেখতে দেখতে ১৩টা বছর কেটে গেল। এখনও মনে পড়ে ২০১১ সালে প্রথম শুরু করেছিলাম ‘দিদি নম্বর ওয়ান’। সেই ছোট্ট সেট, ছোট্ট ফ্লোর। অন্যরকম একটা…