৮১ বছরে পা দিল হাজরা পার্ক! কেমন হয়েছে এবারের থিম ‘তিন চাকার গল্প’?
নতুন নতুন আইডিয়া নিয়ে দর্শকদের প্রতি বছরই অবাক করে হাজরা পার্ক দুর্গোৎসব। ‘তিন চাকার গল্প’ নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কলকাতার এই পুজো। হাজরা পার্ক দুর্গোৎসব এই বছর ৮১ বছরে পা দিল, এ বছর তারা একটি অটোরিকশার চালকের সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ থিম নিয়ে এসেছে। যার নাম- “তিন চাকর গল্প”। পুজোটির উদ্বোধন করেন ফিরহাদ ববি হাকিম। কলকাতা আনন্দের শহর, যা অতীতে কিছুটা সহজ-সরল ছিল। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বদলে যাচ্ছে এই তিলত্তমা। অটোরিকশা চালকরা পিতা, স্বামী বা পুত্র হিসাবে বিভিন্ন ভূমিকা পালন করার পাশাপাশি…