যেন কনের থেকেও উজ্জ্বল ! ৪৯ বছরেও ঠিকরে বেরোয় গ্ল্যামারের ছটা, এই অভিনেত্রীর রূপের আগুনে ঝলসে গেলেন নেটিজেনরাও
আসলে অভিনেত্রীর পরিবারের বিয়ের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানের জয়পুরে। একটি সুন্দর শাড়ি আর মানানসই গয়নায় সকলের নজর কাড়লেন ৪৯ বছর বয়সী সুস্মিতা। বিয়ে বাড়িতে সুস্মিতা সেনের স্টাইলিশ লুক: বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে একটি সিক্যুইন শাড়ি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সিম্পলি #ইয়োর্সট্রুলি। নিজেদের পারিবারিক বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে সুস্মিতাকে মাল্টি-কালার শাড়িতে দেখা গিয়েছে। কনের ওড়না ঠিক করে দেওয়া থেকে শুরু করে তাঁর নজর কাটিয়ে দেওয়া – প্রত্যেকটি রীতিই সুন্দর ভাবে পালন…

