Jamdani Saree: জমিন জুড়ে থোকা ফুলের বাহারি রূপ, ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিকতার যুগলবন্দি আজ নতুন সাজ সংজ্ঞা
Jamdani Saree: জামদানিকে নতুনভাবে সাজিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছেন ফ্যাশন ডিজাইনিং এর একঝাঁক তরুণ তরুণী। তাঁতিদের সঙ্গে পড়ুয়ারা বনোয়ারীলাল চৌধুরী, কালনা: “জামদানি” শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সূক্ষ্ম নকশা, শিল্পের ছোঁয়া, আর বাংলার ঐতিহ্যের গর্ব। কিন্তু সেই ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার মুখে। তবে আশার আলো জ্বলেছে পূর্ব বর্ধমানের কালনায়। জামদানিকে নতুনভাবে সাজিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছেন ফ্যাশন ডিজাইনিং এর একঝাঁক ফ্যাশন জিজাইনের পড়ুয়া। কালনার এক শান্ত গ্রাম দত্ত দ্বারিয়াটন। জামদানির ইতিহাস বয়ে…





