Kumar Sanu: ‘আপনি তো কাউকে কিছুই বলেননি’…এতদিন কী আড়ালে রেখেছেন শানু? ভারতীর শোতে প্রথমবার নিজেই পর্দা ফাঁস করলেন গায়ক
Kumar Sanu: বাঙালি গায়ক সম্প্রতি অতিথী হয়ে এসেছিলেন কৌতুকশিল্পী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লম্বচিয়ার পডকাস্ট শোয়ের অতিথী হয়ে।‘আপনি তো কাউকে কিছুই বলেননি’…এতদিন কী আড়ালে রেখেছেন শানু? ভারতীর শোতে প্রথমবার নিজেই পর্দা ফাঁস করলেন গায়ক শতাধিক অনাথ ছেলেমেয়েদের শিক্ষার দায়িত্ব বহুদিন ধরে পালন করে আসছেন। দু’দুটি স্কুল রয়েছে তাঁর। কিন্তু তারকাদের মতো ‘পাবলিসিটি স্টান্ট’ নয়, বরং নিজের পরোপকারের কথা কখনওই খুব একটা ফলাও করে প্রচার করেন না কুমার শানু। বাঙালি গায়ক সম্প্রতি অতিথী হয়ে এসেছিলেন কৌতুকশিল্পী ভারতী সিং…