বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর উদ্দেশে বিশেষ পোস্ট প্রসেনজিতের, কে তিনি?
কলকাতা: আজ বন্ধুত্বের দিন। পুরনো থেকে নতুন.. সব বন্ধুরাই তো গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতেও নিজের এক বন্ধুর কথা লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কে সেই বন্ধু? আর কেউ নয়.. তিনি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিলেন ২০১০ ও ২০২৩ সালের দুটি ছবি। একটি অটোগ্রাফ (Autograph) ছবির শ্যুটিংয়ের, অন্যটি আগামী ছবি ‘দশম অবতার’ (Doshom Avtaar)-এর। সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’ -এর শ্যুটিং চলছে কলকাতা জুড়ে। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),…