রুশ সেনার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত বিশ্বে বিপর্যয় আনবে, ফের হুমকি পুতিনের
মস্কো: ন্যাটো-বাহিনী (NATO) যদি রুশ সেনার (russian forces) সঙ্গে সরাসরি (direct) সংঘাতে (conflict) যায়, তা হলে তা তামাম বিশ্বের (world) জন্য ‘বিপর্যয়’ (catastrophe) ডেকে আনবে। ফের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন Putin)। অতীতে নিজেদের চৌহদ্দি রক্ষার জন্য পরমাণু হামলার হুমকিও শোনা গিয়েছে তাঁর মুখে। এবার নতুন হুঁশিয়ারি। কী বললেন পুতিন? কাজাখস্তানের রাজধানী আসতানা-য় একটি সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ‘যে কোনও পরিস্থিতিতেই রুশ সেনার সঙ্গে ন্যাটো বাহিনীর সরাসরি সংঘাত অত্য়ন্ত বিপজ্জনক একটি ঘটনা যা গোটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে…