ফের কি পরমাণু যুদ্ধের অশনি সঙ্কেত রাশিয়া-ইউক্রেন সীমান্তে?
মস্কো: ফের কি পরমাণু যুদ্ধের অশনি সঙ্কেত রাশিয়া-ইউক্রেন সীমান্তে? সংবাদসংস্থা এএফপি-র দাবি সত্যি হলে আপাতত সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওই সংবাদসংস্থার দাবি, শনিবার বেলারুশ সীমান্তে রাশিয়া এমন দশটি বিমান উড়িয়ে নিয়ে গিয়েছে যা কৌশলগত পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তবে এই পদক্ষেপে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির শর্ত ভঙ্গ হবে না। আন্তর্জাতিক মহলের দাবি, গোটাটাই রীতিমতো ভেবেচিন্তে করেছে রাশিয়া। কী ঘটেছে? সংবাদসংস্থা ‘টাস’ পুতিনকে বিষয়টি উদ্ধৃত করে জানায়, ‘আমরা লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলেছি যাতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির শর্ত ভঙ্গ না করেই বেলারুশে…