Sushmita Sen : ‘সোনার লোভে ঘুরি না, নিজেই হিরে কিনি!’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন IPL চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)কে নিয়ে বিতর্ক কিছু কম নেই। তাঁর বিরুদ্ধে রয়েছে টাকা তছরুপের অভিযোগ। সেই দূর্নীতির তদন্তের মাঝেই দেশ ছেড়ে আপাতত তিনি লন্ডন প্রবাসী। সেই ললিত মোদীর সঙ্গেই কিনা প্রেম করছেন সুস্মিতা সেন (Sushmita Sen)! সুস্মিতা সুন্দরী, স্বাবলম্বী, স্বাধীনচেতা, তাঁর কিনা মনে ধরল একজন দূনীতিগ্রস্তকে? শুরু হয়েছে জোর চর্চা। আলোচনা, পর্যালোচনা। নেটদুনিয়ায় ট্রোল হতে হচ্ছে ললিত এবং সুস্মিতাকে। কেউ বলেছেন ‘টাকার কাছে বিক্রি হয়ে গেছেন সুস্মিতা’, কেউ আবার সুস্মিতা ‘গোল্ড ডিগার’…