Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হঠাৎ করেই শ্লথ গণনা, তার পরই এগিয়ে গেল BJP? হরিয়ানা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি কংগ্রেসের
হঠাৎ করেই শ্লথ গণনা, তার পরই এগিয়ে গেল BJP? হরিয়ানা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি কংগ্রেসের

নয়াদিল্লি: সকাল থেকে ভাল ব্যবধানে এগিয়েছিল দল। হঠাৎ করেই গতি শ্লথ হয়ে গেল ভোটগণনার। সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ঘিরে এই মুহূর্তে জোর তরজা চলছে। ভোটের ফলঘোষণায় হঠাৎ করেই গড়িমসি শুরু হয়েছে, সময়ে হিসেব দেওয়া হচ্ছে না বলে উঠছে অভিযোগ। (Haryana Election Result) নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হঠাৎই গণনার গতি শ্লথ হয়ে গেল। কেন, কী বৃত্তান্ত কিছুই জানানো হয়নি। এতে…

Read More