ছায়াযুদ্ধ থেকে সম্মুখসমরে! ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে অংশ নিল আরও এক সংগঠন, নেপথ্যে কি ইরান
নয়াদিল্লি: যুদ্ধ থামার কোনও ইঙ্গিত তো নেই-ই, বরং গাজাকে সমাধিস্থলে পরিণত করার হুমকি দিয়েছে ইজরায়েল। সেই আবহে আবারও অশনি সঙ্কেত মিলল পশ্চিম এশিয়া থেকে। ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে এবার যোগ দিল ইয়েমেনের ‘হুথি’ সংগঠন। ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের হামাস সংগঠনের সঙ্গে হাত মেলানোর ঘোষণা করল তারা। শুধু তাই নয়, ইজরায়েলের উদ্দেশে ইতিমধ্যেই তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দেগেছে বলেও দাবি করেছে ওই সংগঠন। ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধে বধ্যভূমি হয়ে উঠেছে গাজা। সেখান থেকে প্রায় ১০০০ মাইল দূরে অবস্থিত, ইয়েমেনের রাজধানী…