প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কি এবার স্থায়ী শান্তি ? সীমান্ত-সমস্যার সমাধানে একাধিক সম্মতি ভারত-চিনের
বেজিং : বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিশেষ প্রতিনিধি প্রক্রিয়া বা স্পেশাল রিপ্রেসেনটেটিভ মেকানিজমের আওতায় হওয়া এই আলোচনায় উঠে এল একাধির বিষয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের মধ্যে শান্তি রক্ষা এবং পূর্ব লাদাখে দুই দেশের সামরিক টানাপোড়েনের জেরে চার বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বরফশীতল হয়ে যাওয়া সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এই বৈঠকে আলোচনা চলে। আলোচনাপর্বে উভয় দেশ সীমান্ত-সমস্যার সমাধানের জন্য ছয় পয়েন্ট ঐক্যমতে পৌঁছায়। এই পয়েন্টগুলির…