১০ বছর ধরে বন্ধ উৎপাদন, দাবি জাপানি সংস্থার, লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ ঘিরে রহস্য
নয়াদিল্লি: পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকি-টকি, ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণ লেবাননে। পর পর বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়ে চলেছে লাগাতার। কয়েকশো মানুষ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। এই হামলার পিছনে যে তাদের হাত রয়েছে, ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে ইজরায়েল। কিন্তু বিস্ফোরণ ঘটেছে যে ওয়াকি-টকিগুলিতে, সেগুলির নির্মাণকারী সংস্থা কে, সেই নিয়ে ধন্দ দেখা দিয়েছে এবারও। বুধবার পেজার বিস্ফোরণের পরও একই পরিস্থিতি তৈরি হয়। (Lebanon Walkie-Talkie Explosions) জাপানের রেডিও সরঞ্জাম নির্মাণকারী সংস্থা ICOM-এর তৈরি ওয়াকি-টকিগুলিতেই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। পাঁচ…