এবার ওয়াকি-টকি, ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণ লেবাননে, বাড়ছে মৃতের সংখ্যা, দায় স্বীকার ইজরায়েলের
বেইরুট: পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ লেবাননে। এতে এখনও পর্যন্ত ২০ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ৪৫০-র বেশি। লেবাননের বিভিন্ন জায়গায়, হেজবোল্লাকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। ঠিক কতগুলি ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে একসঙ্গে শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ল্যান্ডলাইন ফোন বিস্ফোরণের খবরও মিলছে। হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল। (Walkie Talkie Explosions in Lebanon) এর আগে, বুধবারই একসঙ্গে ৩০০০ পেজার বিস্ফোরণ ঘটে লেবাননে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ওয়াকি-টকি বিস্ফোরণ।…