আরজি কর কাণ্ডের আবহে পিছিয়ে যায় মুক্তির তারিখ, অবশেষে প্রেক্ষাগৃহে কবে আসছে ‘পরিচয় গুপ্ত’?
কলকাতা: ফের নতুন তারিখ ঘোষণা করা হল ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) ‘পরিচয় গুপ্ত’ (Porichoy Gupta) ছবির মুক্তির। প্রথমে কথা ছিল ৩০ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তারপর দিন বদলে স্থির হয় ৬ সেপ্টেম্বর। কিন্তু আরজি কর কাণ্ডের (RG Kar News) আবহে সেই তারিখও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জানানো হল নতুন মুক্তির তারিখ। কবে আসছে ‘পরিচয় গুপ্ত’? ঘোষণা করা হল তারিখ রণ রাজ পরিচালিত ‘পরিচয় গুপ্ত’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত।…