কলকাতা: ফের নতুন তারিখ ঘোষণা করা হল ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) ‘পরিচয় গুপ্ত’ (Porichoy Gupta) ছবির মুক্তির। প্রথমে কথা ছিল ৩০ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তারপর দিন বদলে স্থির হয় ৬ সেপ্টেম্বর। কিন্তু আরজি কর কাণ্ডের (RG Kar News) আবহে সেই তারিখও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জানানো হল নতুন মুক্তির তারিখ।
কবে আসছে ‘পরিচয় গুপ্ত’? ঘোষণা করা হল তারিখ
রণ রাজ পরিচালিত ‘পরিচয় গুপ্ত’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন দর্শনা বণিক, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য। নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘পরিচয় গুপ্ত’ ছবিটির। কিন্তু আরজি কর কাণ্ডে তোলপাড়ের আবহে সেই তারিখও বাতিল করে দেওয়া হয়। অবশেষে অগাস্টের শেষ দিনে, শনিবার ঘোষণা করা হল নতুন তারিখ। আগামী ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার ও ট্রেলার। সেখান থেকেই বোঝা যায় এটি একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। সেই বাড়ির জমিদার, ঋত্বিক কিন্তু অন্ধ। তাঁর চরিত্রের নানা দিক রয়েছে। ইন্দ্রনীলের ভূমিকা একজন প্রত্নতাত্ত্বিকের, যিনি এই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন অনুসন্ধান করতে এসে জড়িয়ে পড়েন এই বাড়ির গল্পে। একের পর এক খুন, গল্পের বিভিন্ন মোড় প্রত্যেক চরিত্রেরই এক একটা পরত খুলে দেয় যেন এই গল্প। গান থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য চমকও রয়েছে ছবিতে। চমক রয়েছে অভিনেতা জয় সেনগুপ্তের লুকেও। ঋত্বিকের চরিত্রের নাম শরদিন্দু নাথ সেন।
এই ছবির পরিচালক রণ রাজ আগেই বলছেন, ‘ছবির নাম থেকেই এটা স্পষ্ট যে কেউ কোনও বিষয় গোপন করতে চাইছে। ছবিটির মধ্যে যেমন রহস্য আছে, তেমনই রয়েছে বিনোদনের রসদও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের কিছু প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই যেন ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দুর্দান্ত চমক রয়েছে।’ এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে এখন প্রকাশ্যে আনা হয়েছে ছবির ঝলক। খুব তাড়াতাড়িই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে ‘পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড’ ও ‘পাণ্ডে মোশান পিকচার্স’ এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি ‘পরিচয় গুপ্ত’। ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সবাই।
(Feed Source: abplive.com)