‘কাল’ হল পোষ্য, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় মৃত্যু বৃদ্ধের
ক্য়ানবেরা: বন্যেরা (wild) কি কখনও পোষ (pet) মানে? বাঘ, সিংহের কথা না হয় ছেড়েই দেওয়া গেল, বন্য ক্যাঙ্গারুকেও (kangaroo) কি পোষ মানানো সম্ভব? প্রশ্ন উঠছে কারণ অস্ট্রেলিয়ার (australia) রেডমন্ডে এক ব্যক্তির মৃত্যুতে ‘ঘাতক’ হিসেবে কাঠগড়ায় তারই পোষা ক্যাঙ্গারু। প্রাণী-বিশেষজ্ঞদের বড় অংশের বক্তব্য, যে ওয়েস্টার্ন গ্রে (western gray kangaroo) প্রজাতির ক্যাঙ্গারুর আক্রমণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে তারা চরিত্রগত ভাবে বন্য স্বভাবের। সুতরাং এমন প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অর্থ কী, সেটা নিয়ে সংশয়ে অনেকেই। কী ঘটেছিল? ‘পারথ’…