‘কাল’ হল পোষ্য, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় মৃত্যু বৃদ্ধের

‘কাল’ হল পোষ্য, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় মৃত্যু বৃদ্ধের

ক্য়ানবেরা: বন্যেরা (wild) কি কখনও পোষ (pet) মানে? বাঘ, সিংহের কথা না হয় ছেড়েই দেওয়া গেল, বন্য ক্যাঙ্গারুকেও (kangaroo) কি পোষ মানানো সম্ভব? প্রশ্ন উঠছে কারণ অস্ট্রেলিয়ার (australia) রেডমন্ডে এক ব্যক্তির মৃত্যুতে ‘ঘাতক’ হিসেবে কাঠগড়ায় তারই পোষা ক্যাঙ্গারু। প্রাণী-বিশেষজ্ঞদের বড় অংশের বক্তব্য, যে ওয়েস্টার্ন গ্রে (western gray kangaroo) প্রজাতির ক্যাঙ্গারুর আক্রমণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে তারা চরিত্রগত ভাবে বন্য স্বভাবের। সুতরাং এমন প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অর্থ কী, সেটা নিয়ে সংশয়ে অনেকেই।

কী ঘটেছিল?
‘পারথ’ শহর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে আধা-গ্রাম, আধা-শহর বসতি রেডমন্ড। সেখানেই থাকতেন ৭৭ বছরের বৃদ্ধ। হালে ওই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় তাঁর বাড়ি-লাগোয়া এলাকাতেই দেখতে পান এক আত্মীয়। খবর যায় পুলিশে। প্যারামেডিকদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নতুন বিপত্তি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বৃদ্ধের পোষা ক্যাঙ্গারুটি তখনও ‘রক্তচক্ষু’ করে সকলের দিকে তেড়ে আসছিল। জখম ব্যক্তির কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না। বাধ্য হয়ে তাকে গুলি করা হয়। পুলিশের ধারণা, ওই দিন সকালেই কোনও কারণে প্রাণীটি আক্রমণ করেছিল বৃদ্ধকে। কিন্তু কেন? নির্দিষ্ট ভাবে স্পষ্ট নয়। যদিও প্রাণী-বিশেষজ্ঞরা এতে অবাক হচ্ছেন না।

‘বক্সিং ক্যাঙ্গারু’…
‘দেখতে নিরীহ হলেও স্বভাবে এরা বন্য’, মনে করালেন ‘অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক’-র বিজ্ঞান বিষয়ক ম্যানেজার, হায়লে শুট। তাঁর কথায়, ‘ওঁদের একটা ডাকনাম রয়েছে। বক্সিং ক্যাঙ্গারু। কারণ হল ওরা লাথি মারতে পারে। আর ওদের নখ ভীষণ ধারাল।…আসলে ওদের শরীরটাই অনেকটা বক্সিংয়ের জন্য তৈরি। কিছুক্ষেত্রে ওরা লড়াই করতেও দক্ষ।’ বিশেষজ্ঞের দাবি, ওয়েস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙ্গারুদের যে পুরুষ সদস্যরা রয়েছে, তারা বিশেষ করে একে অন্যের সঙ্গে প্রায়ই এভাবে বক্সিং করে। ফলে দেখতে নিরীহ এবং আদুরে হলেও আদতে এরা বন্য প্রাণী, মনে করালেন হায়লে। তাই তাদের উপযুক্ত ‘মর্যাদা’ দেওয়া দরকার। আপাতত রেডমন্ডের ঘটনায় হইচই অস্ট্রেলিয়ার নানা প্রান্তে।
ইতিহাস যদিও বলছে, এমন ঘটনা সেখানে প্রথম নয়। ১৯৩৬ সালে নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা, এক ৩৮ বছরের যুবকের উপরও প্রাণঘাতী হামলা চালিয়েছিল এক ক্যাঙ্গারু। চলতি বছরে নিউ সাউথ ওয়েলসেই একটি ৩ বছরের শিশুর উপর হামলা চালায় আপাত নিরীহ এই প্রাণী। তবে বরাতজোরে সে প্রাণে বেঁচে যায়। রেডমন্ডের বৃদ্ধের পরিণতি অবশ্য স্বস্তির হল না।