Student Shoots Principal: সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র!
Student Shoots Principal: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রটি প্রিন্সিপালের উপর ক্ষুব্ধ ছিল। শুধু এই দিনের জন্য নয়, এর আগেও বিভিন্নবার প্রিন্সিপাল তাকে শাসন করেছিলেন। তাই প্রিন্সপাল কার্যত তার কাছে দুই চোখের বিষ হয়ে উঠেছিলেন।সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র! ছত্রেশ্বর: মধ্যপ্রদেশের ছত্রেশ্বর জেলার একটি স্কুলে শুক্রবার দুপুরে ক্লাস ১২-এর এক ছাত্র তার স্কুলের প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, সবার সামনে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রটি প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে। পুলিশের কর্মকর্তা পুশপেন্দ্র…



