রানা, বরুণদের লড়াই ব্যর্থ, কেকেআরকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল দিল্লি ক্য়াপিটালস
নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের পর মুম্বই ইন্ডিয়ান্স, জোড়া ম্যাচে টানা দুই হারের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারানোর পর টানা দু’ম্যাচে হেরে এই মুহূর্তে লিগ তালিকার সাত নম্বরে নেমে গিয়েছে কেকেআর (KKR)। হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা নিয়েই মাঠে নামছেন নীতীশ রানা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Aiyer)। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা চলতি আইপিএলে এখনও জয়ের মুখই দেখেনি। এখনও পর্যন্ত ৫ টি…