লেবাননে পেজার বিস্ফোরণে যুক্ত ভারতীয় যুবক? তদন্তে চাঞ্চল্যকর তথ্য, খোঁজ পাচ্ছে না পরিবার
নয়াদিল্লি: লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে ইজরায়েল যোগ উঠে এসেছে। এবার এই ঘটনায় নাম জড়াল এক ভারতীয় অভিবাসীরও। কেরলের ওয়েনাডে জন্মানো ৩৭ বছর বয়সি রিনসন হোসে বর্তমানে নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তাঁর সংস্থাই লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাকে বিস্ফোরকযুক্ত ওই পেজারগুলি সরবরাহ করেছিল বলে জানা যাচ্ছে। (Lebanon Pager Explosions) তাইওয়ানের Gold Apollo সংস্থার কাছে ৫০০০ পেজার তৈরির বরাত যায়। চলতি বছরের গোড়ার দিকে পেজারগুলি হাতে পায় হেজবোল্লা। ওই ৫০০০ পেজারের মধ্যে সম্প্রতি একসঙ্গে ৩০০০ পেজারে বিস্ফোরণ ঘটে, যাতে ১২ জন মারা যান,…