মুহূর্তের ভুলে ৩ হাজার ফুট গভীর খাদে ২ জন! মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পিয়ালি বসাকের
সন্দীপ সরকার, কলকাতা: পদে পদে বিপদ। তাপমাত্রা হিমাঙ্কের ৫০-৬০ ডিগ্রি নীচে! ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বইছে হাওয়া। সঙ্গে ভারগ্লাস আতঙ্ক। স্বচ্ছ কাচের মতো বরফ জমে রয়েছে। পা দিলেই তলিয়ে যেতে হতে পারে গভীর খাদে। বিপদসঙ্কুল সেই মাকালু অভিযানে গিয়েছেন হুগলির চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাঁর। চোখের সামনে প্রায় তিন হাজার ফুট গভীর খাদে পড়ে গিয়েছেন দুই পর্বতারোহী! তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম। মাকালুর সামিট ক্যাম্প থেকে পিয়ালি ভিডিও বার্তায় বলেছিলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা…

