Pathaan worldwide box office collection day 1: প্রথমদিনে ১০০ কোটির বেশি আয়! বক্স অফিসে নয়া ইতিহাস লিখল ‘পাঠান’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুমান করা হয়েছিল যে প্রথম দিনেই পাঠান ব্যবসা করতে পারে ৩৫ থেকে ৪০ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টরা ভেবেছিলেন যে, প্রথম পাঁচদিনেই এই ছবি ব্যবসা করতে পারে ২০০ কোটি। কিন্তু ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই বোঝা গেছে যে, এই শাহরুখকে ধরা মুশকিলই নয়, নামুমকিন। অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য, যেকোনও বিশেষণই যেন কম পড়ছে এই ছবির বক্স অফিস কালেকশনের জন্য। শুধুমাত্র ভারতেই নয়, এই ছবি রীতিমতো সুনামি ডেকে এনেছে সারা পৃথিবীতে। প্রথমদিনে শুধুমাত্র ভারতে পাঠানের বক্স অফিস কালেকশন ৫৪…