Iran unrest: খামেইনিকে পালাতে হবে! ট্রাম্পের হুংকারে ইরানে যুদ্ধের প্রস্তুতি, রাস্তায় বিদ্রোহীদের আস্ফালন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবাদে-বিক্ষোভে উত্তাল ইরান (Iran protests)। ইরানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু ঘটেছে। ভয়ংকর খারাপ অবস্থা ইরানে। সপ্তাহখানেক ধরে সেখানে মুদ্রাস্ফীতির (Inflation) ভয়ংকর চেহারা নিয়ে দেখা দিয়েছে। দেশের আর্থিক কাঠামো একেবারে ভেঙে (ailing economy) পড়েছে। এর জেরে ইরান জুড়ে চলছে ক্ষোভ-বিক্ষোভ প্রতিবাদ। মোল্লাতন্ত্র-বিরোধী আন্দোলনে ক্রমশ হিংসাত্মক হয়ে উঠেছে গোটা দেশ। ইরানের শিয়া ধর্মগুরু তথা শীর্ষ ধর্মনেতা আয়াতোল্লা আলি খামেইনির (Ayatollah Ali Khamenei) বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের বিদ্রোহ ঘোষিত হয়েছে। আর…


