Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
একা মা! রাজীবের থেকে আলাদা হওয়ার পর মুম্বইতে আর ফ্ল্যাট পাচ্ছেন না চারু আসোপা
একা মা! রাজীবের থেকে আলাদা হওয়ার পর মুম্বইতে আর ফ্ল্যাট পাচ্ছেন না চারু আসোপা

২০১৯ সালে কলকাতায় বেশ ধুমধাম করে রাজীব সেনের গলায় মালা দিয়েছিলেন চারু আসোপা। ভাইয়ের বিয়েতে হাজির ছিলেন সুস্মিতা সেন নিজেও। শোনা যায় বিয়ের পর থেকেই নাকি অশান্তি লেগেই ছিল চারু-রাজীবের সংসারে। এরপর ২০২১ সালে করোনা আর লকডাউনের মাঝেই মেয়ে জিয়ানার জন্ম দেন চারু। তবে মেয়ে হওয়ার পরেও দুজনের সম্পর্কের দূরত্ব কমেনি, বরং তা আরও বেড়েছে। ২০২২ সালে তাঁরা একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অফিসিয়ালি। তবে তার কিছু মাস পরেই ইনস্টাগ্রামে একসঙ্গে ফোটোশেয়ার করে ফের জানান, নিজেদের সম্পর্ককে আরও…

Read More