Ranji Trophy: সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক ‘ওষুধেই’ কাজ হল অভিষেক পোড়েলের
ইনদওর: “রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করতে হলে ৬ ঘন্টা ব্যাট করার মত ধৈর্য্য রাখতে হবে। টানা ঘন্টা ছয়েক ব্যাট করতে পারলে সেঞ্চুরি আসবেই।” গত রবিবার দুপুরে সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে কথাগুলি বলছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের সেই বক্তব্য গুরুমন্ত্রের মত শুনছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। শুধু এটুকুই বক্তব্য নয়, অভিষেককে হাতে ধরে ভুল ত্রুটি শুধরে দিয়েছিলেন মহারাজ। বলেছিলন “গায়ের জোরে শট মারলে চলবে না। টাইমিং-এ জোর দিতে হবে। ঠিকঠাক টাইম করতে পারলে ব্যাটে রান নিশ্চিৎ…