29 February Bengali Movie: তীক্ষ্ন প্রশ্নের মুখে সমসাময়িক ‘খবর কালচার’! সাংবাদিকের সংকট নিয়ে সরব ‘২৯ ফেব্রুয়ারি’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বাংলা সিনেমা আবারও তার চিরাচরিত ঘরানার বাইরে গিয়ে এক গভীর মনস্তাত্ত্বিক সংকটের মুখোমুখি দাঁড় করাল। পরিচালক অনির্বান রায়ের নতুন ছবি ‘২৯ ফেব্রুয়ারি’ মুক্তি পাওয়ার আগেই সিনেমা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। শিরোনামের এই বিরল লিপ-ডে দিনটি আসলে ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি যেন সাংবাদিকতার নৈতিকতা এবং একাকী একজন প্রতিবেদকের মানসিক ভাঙনের প্রতীকী রূপক। ছবির মূল চরিত্র রাগা, একজন সাংবাদিক। তার জীবনে ২৯ ফেব্রুয়ারি তারিখটি বারবার ফিরে আসে এক অভিশাপের মতো। যেদিন তার চোখের সামনে একটি…

