Bigg Boss’ Rohit Verma : ‘শাড়ি পরিয়ে, গায়ে গরম মোম ঢেলে লাগাতার ধর্ষণ করত কাকা’
Bigg Boss, Rohit Verma, Sexual Harassment, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বয়স তখন মাত্র ৮। সেই শৈশবেই নিজের কাকার কাছে ধর্ষিত হতে হয়েছে তাঁকে। বিস্ফোরক বলিউডের ফ্যাশান ডিজাইনার, ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী রোহিত বর্মা। রোহিত জানিয়েছেন ভয়াবহ সেই দিনগুলির কথা কাউকে বলতে চেয়েও বলতে পারেননি রোহিত। শুধু তাই নয়, পরবর্তীকালে মুম্বইয়ে যৌনকর্মী হিসাবে কাজ শুরু করেন রোহিত। চ্যাট শোয়ে সেবিষয়েও খোলসা করেছেন রূপান্তরকামী এই ফ্যাশান ডিজাইনার। সম্প্রতি একটি রেডিও চ্যানেলের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন রোহিত বর্মা। রোহিত বলেন, ‘আমি সম্ভ্রান্ত…