ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাকিস্তান-চিনের, ভোটদান থেকে বিরত রইল ভারত
নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে ইসলামভীতির খসড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত। ইসলামভীতি, মুসলিম-বিরোধী মনোভাবের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ওই প্রস্তাব জমা দেয় পাকিস্তান, সেই প্রস্তাবে সমর্থন জানায় চিন। ইসলামভীতির পাশাপাশি, হিন্দু, বৌদ্ধ, শিখ এবং অন্য যে সব ধর্ম এই ধরনের বিদ্বেষ, বৈষম্য এবং হিংসার শিকার হয়, তারও উল্লেখ ছিল প্রস্তাবে। কোনও একটি ধর্ম নয়, বিদ্বেষের শিকার প্রত্যেক ধর্মের মানুষের নিরাপত্তার দিকটি তুলে ধরা হয় প্রস্তাবে। (India at UN) ১৯৩ সদস্য দেশকে নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘মেজার্স টু কমব্যাট ইসলামোফোবিয়া’ নামের ওই প্রস্তাব…