ISL 2024-25: মহমেডানকে ৩ গোল, সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
রবিবারের মিনি ডার্বি ছিল নেহাৎ-ই জৌলুসহীন। শুধুমাত্র নামেই ছিল এটি ডার্বি। আদতে ১১ বনাম ১৩ নম্বর দলের লড়াই ছিল। আর হিসাব মতো সেই লড়াইয়ে যে ফলাফল কাঙ্খিত ছিল, তেমনটাই হয়েছে। মহমেডানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এতে লিগ টেবলের লাস্টবয় মহমেডান আরও তলানিতে গিয়েছে ঠিকই, ম্যাচ জিতেও ইস্টবেঙ্গলের আহামরি কোনও লাভ হয়নি। তারা পয়েন্ট টেবলের সেই ১১ নম্বরেই রয়ে গিয়েছে। তবে অঙ্কের জটিল হিসাবে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে। তবে সেই অঙ্ক বড় জটিল। আগের ম্যাচে (৮…